কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে গাছে বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত শিশুটি বর্তমানে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী শিশুর বাবা মোঃ আমির হোসেন জানান, তার ১১ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে শিহাব নিয়মিত মাদ্রাসায় যাতায়াত করে। সম্প্রতি স্থানীয় নাছির উদ্দিন নামের এক ব্যক্তি রাস্তার পাশে একটি পুরাতন সাইকেল ফেলে রাখার ঘটনাকে কেন্দ্র করে শিহাবকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।
গত ২৮ জুন ২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৭টার দিকে শিহাব বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় নাছির উদ্দিন (৪৮) ও শামীম হোসেন (৩৫) সহ আরও অজ্ঞাত ৪-৫ জন ব্যক্তি শিশুটিকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এ সময় শিহাবের মা ও খালা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
পরবর্তীতে শিহাবকে অভিযুক্তদের বাড়িতে নিয়ে গিয়ে একটি গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করে। লাঠির আঘাতে শিহাবের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় এবং মাথা লক্ষ্য করে আঘাত করলে সে হাত তুলে রক্ষা পাওয়ার চেষ্টা করলে বাম হাতের বৃদ্ধাঙ্গুল ভেঙে যায়।এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালিয়াকৈর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply