সিহাব সম্রাট, রাজশাহী:
রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন এবং রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির এর যৌথ উদ্যোগে ছাত্রদলের নেতা কর্মীদের নিয়ে এক মোটরসাইকেল ও নৌকা ভ্রমণের আয়োজন করেন।
২৮ জুন ২০২৫ ইং শনিবার সকালে রাজশাহীর বানেশ্বর থেকে ছাত্রদলের নেতা কর্মীরা মোটরসাইকেল যোগে ভ্রমণের উদ্দেশে নাটোরের ভ্রমণ স্পট নামে খ্যাতো পাটুল জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রা পথে শীল মাড়িয়ার মোল্লাপাড়ায় বিরতি দেন এবং সেখানে দুপুরের খাবার খান। কিছু সময় অতিবাহিত করে সবাই এক সাথে আবার পাটুল জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেন। ভ্রমণ স্পট পাটুল জিরো পয়েন্টে উপস্থিত হন সবাই। সেখানে উৎসুক ছাত্রদলের নেতা কর্মীরা নৌকা ভ্রমণ করেন এবং ছাত্রদলের নেতা কর্মীদের মধ্যে অনেকেই সঙ্গীত পরিবেশন করেন। সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সবার সাথে সবার এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠে।
উক্ত মোটরসাইকেল ও নৌকা ভ্রমণে ছাত্রদলের প্রায় ১০০ জনের মতো নেতা কর্মী উপস্থিত ছিলেন। বিকেলে এক সাথে সবাই বাসার উদ্দেশ্যে রওনা হন।
Leave a Reply