কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ আবদুর রাজ্জাক সরকারের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করেছে।
সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর এলাকায় পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক সাধারণ জনগণ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং স্থানীয় যুবসমাজ অংশগ্রহণ করে।
মানববন্ধনকারীরা জানান, সদ্য ঘোষিত কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রাজ্জাক সরকার দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। গত শুক্রবার লতিফপুর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত হাটকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী শামসুল হকের কাছে জোরপূর্বক চাঁদা দাবি করে রাজ্জাক। চাঁদা দিতে অস্বীকার করায়, প্রকাশ্য দিবালোকে তাকে নির্মমভাবে মারধর করে এই দুর্ধর্ষ সন্ত্রাসী।এই বর্বর ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। তারা জানান, আবদুর রাজ্জাক সরকার বিএনপির নাম ব্যবহার করে দলের ভাবমূর্তি নষ্ট করছে এবং একের পর এক চাঁদাবাজি ও মারধরের ঘটনায় এলাকার নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।বক্তারা বলেন, রাজ্জাক সরকারের মতো দুর্বৃত্তরা দলের মধ্যে থেকে জনগণের ওপর দাদাগিরি চালিয়ে যাচ্ছে। তারা দলকে ব্যবহার করে নিজের ব্যক্তিস্বার্থ হাসিল করছে, যা কোনো রাজনৈতিক দলের জন্যই কল্যাণকর নয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ রাইজুদ্দিন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হযরত আলী মিলন, কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব আমজাদ হোসেন, গাজীপুর পরিবহন মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী, পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।তারা এক কণ্ঠে বলেন, এই ধরনের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং জনরোষ আরও ভয়াবহ রূপ নিতে পারে।মানববন্ধন থেকে অবিলম্বে আব্দুর রাজ্জাক সরকারের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।
Leave a Reply