ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহ সদর থানা ঘাটের প্রধান খাদেম হযরত খাজা সৈয়দ আব্দুল মান্নানচিশতী নিজামী (রহঃ) এর পঞ্চম বাৎসরিক উফাৎ দিবস উপলক্ষে শনিবার (২৮ জুন) রাতে ভালুকা উপজেলার ভান্ডাব গ্রামের নামাপাড়ায় মিলাদ ও দোয়া মাহফিলঅনুষ্ঠিত হয়েছে। এর আগে ভালুকা ত্বরিকতপন্থী ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট কায়কোবাদ মাইজ ভান্ডারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মল্লিকবাড়ীইউপির নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুঞ্জুরুল হক পাঠান, ভালুকা মডেল প্রেসক্লাবের সভাপতি সোহাগ রহমান, হেরাদ্বীপ দরবারের পীর জয়গুরু মনির শাহ চিশতী, পীর মাওলানা নজরুল ইসলাম, ইমন আহমেদ জর্জ, পীর জসিমউদ্দিন চিশতী নিজামী, ওয়াসিম আল ক্বাদরী, সবুজ চিশতী, রুবেল মিয়া,আশরাফুল আলম চিশতী, তাইজুদ্দিন চিশতী নিজামী, জাহাঙ্গীর আলম ঢালী,শিবলীর আহমেদ সোহাগ ও আরাফাত হোসেন অভি প্রমুখ। ত্বরিকত সমন্ধে বিশেষ আলোচনা করেন ভান্ডাব দরবার শরীফের পীর শাহ সুফী সৈয়দ মজিবুর রহমানচিশতী (নিজামী)। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ক্বারী আমিনুল হক। পরে উপস্থিত ভক্ত আশেকানদের মাঝে তবারক বিতরণ শেষে গুরু ভক্তের মিলন মেলা,সাধু সঙ্গ এবং লালন ও ভাব সংগীত অনুষ্ঠিত হয়। লালন ও ভাব সংগীতের উদ্বোধনকরেন ভালুকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু। এ সময়তরিকতপন্থী বহু লোক উপস্থিত ছিলেন।
Leave a Reply