নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে গ্রীনল্যান্ড গার্মেন্টসের ভিতরে হৃদয় (২০) নামে এক ইলেকট্রিক মেকানিককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। নিহত হৃদয় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার শুকতারা বাইদ এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে।
শনিবার (২৮ জুন) দুপুরে কোনাবাড়ী থানাধীন কাশিমপুর রোডে অবস্থিত গ্রীনল্যান্ড গার্মেন্টসের অফিস কক্ষে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মিথ্যা চোর অপবাদে ওই গার্মেন্টসের নিরাপত্তা কর্মীরা হৃদয়ের হাত-পা বেঁধে একটি কক্ষে নিয়ে পিটিয়ে হত্যা করে।
ঘটনার খবর আশপাশের অন্যান্য গার্মেন্টসে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। প্রায় ৪০০-৫০০ শ্রমিক রাস্তায় নেমে আসে এবং গ্রীনল্যান্ড গার্মেন্টসের সামনে ইটপাটকেল নিক্ষেপ করে হৃদয় হত্যার বিচার দাবি করেন। এসময়ে তারা কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হত্যাকাণ্ডের পর কর্তৃপক্ষ গার্মেন্টসের মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ সাঁটিয়ে পালিয়ে যায় বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন জানান, আমাদের কাছে খবর আসে একজন চোর ফ্যাক্টরির দেয়াল টপকে ভিতরে আসার সময় ড্রেনে পরে আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতাল থেকে জানান যে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি আরো বলেন আমরা একটি মামলার তদন্তে ছিলাম, সেখান আমাদের জিএমপি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন, এসম খবর আসে তারা কয়েক শত শ্রমিক ফ্যাক্টরি ভাংচুর করছে, আমার দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি হয়ে সেনাবাহিনী ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কে সাথে নিয়ন্ত্রণ করা হয়। তিনি আরো বলেন হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং হৃদয় হত্যাকাণ্ডের সাথে বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply