মাটি মামুন রংপুর :
সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়,গংগাচড়া থানা ধিন গজঘন্টা ইউনিয়নের রাজবল্লভ এলাকার মোহাম্মদ আলীর পরিবার কে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে হুমকি দিয়ে আসছে, অত্রএলাকার ছকমল হোসেনের পুত্র শরিফুল ইসলাম ও তার গুন্ডা বাহিনী। এমত অবস্থায় ঘটনা দিন ১০ মে শনিবার ২০২৫ সকাল ৮ টার দিকে মোহাম্মদ আলীর পুত্র জয়নাল মিয়া (৩৩) দিনমজুরের কাজের জন্য প্রতিদিনের ন্যায় বাইসাইকেলযোগে রংপুর শহরে যাওয়ার সময় ডিগ্রী মহাবিদ্যালয় বুড়িরহাট পার হয়ে নির্মাণাধীন আনান নার্সারির সামনে পৌঁছিলে ওত পেতে থাকা শরিফুল ইসলাম,সুজা মিয়াসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়, এসময় জয়নাল মিয়ার ডান কোমড়ের উপরে পেটের মধ্যে গুরুতর গভীর কাটা রক্তাক্ত জখম, বাম হাতের কব্জির উপরে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। তার চিৎকার চেঁচামেচি শুনে পথচারীরা দৌড়াইয়া ঘটনাস্থলে এগিয়ে আসলে শরিফুল ইসলাম ও তার বাহিনী প্রকাশ্যে জীবননাশের হুমকি সহ নানা ধরণের ভয়-ভীতি দেখিয়ে দ্রুতবেগে ঘটনাস্থল থেকে চলে যায়। এ সময় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মোটরসাইকেল যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী বিভাগের ১৪ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ বিষয়ে জয়নাল মিয়ার,পিতা মোহাম্মদ আলী,বাদী হয়ে রংপুর মেট্রো পরশুরাম থানায় শরিফুল ইসলাম (৩৫) সুজা মিয়া (৩০)সহ অজ্ঞাত ৬ জন কে আসামি করে মামলা দায়ের করেন। মোহাম্মদ আলী এই প্রতিবেদ কে বলেন মুই থানায় মামলা দিবার পর থাকি মোক ওরা সব্বাই ভয় দেখায় চোল,মুই মোর বাড়িত থাকবের পাওচল না,ওমরা আওয়ামী লীগ করে ওমার ওনেক টাকা।
হামার বাড়ির পানি হামার জমিত যায় তায় ওরা হামার সাথে লাগি থাকে।
মুই এর বিচার চাও।
এ বিষয়ে রংপুর মেট্রো পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইদুল ইসলাম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply