সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা তালা উপজেলার খলিষখালি ইউনিয়নের গাছা কৃষ্ণনগর ব্রিজ হইতে খড়িয়াডাগা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক নির্মাণ কাজে অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠেছে তালা মেসার্স বসু ট্রেডার্স ও ,১ম শ্রেণী ঠিকাদার কল্যাণ বসু বিরুদ্ধে । রাস্তায় এমন নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখেও দেখছে না। বলে অভিযোগ করেন এলাকাবাসী
এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়,তালা উপজেলার মেসার্স বসু ট্রেডার্স প্রোঃ কল্যাণ বসু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছেন।
সরেজমিন গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের গাছা কৃষ্ণনগর গ্রামের ব্রিজ হইতে খড়িয়াডাঙ্গা গ্রামের প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যে রাস্তা কাজ হচ্ছে সেটা বেপেক অনিয়ম দুর্নীতি হচ্ছে রাস্তা পরিষ্কার না করেই কাদা বালি তার উপরে বিটুমিন দিচ্ছে যেটা পরিমান খুবই কম ,রাস্তার লেভেল ঠিক হচ্ছে না উচু নিচু থেকে যাচ্ছে।বিটুমিন দেওয়ার ২৪ ঘন্টা পর পিছ দেওয়ার স্বাভাবিক নিয়ম, কিন্তু সেখানে ১২ ঘন্টা পরে পিস দিচ্ছে,পা দিয়ে ডলা দিলে পিছ উঠে যাচ্ছে। এলাকায় বাসি আরো জানান বিটুমিনের পরিমাণ ও ব্যবহৃত পাথরের গ্রেডেশন নিয়েও আপত্তি করছে এলাকাবাসী।
রাস্তায় এমন নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখেও দেখছে না। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে চর গ্রামের শাফিকুল ইসলাম দৈনিক যশোর বার্তাকে জানান, ইঞ্জিনিয়ার অফিসের লোকের সামনেই দায়সারা গোছের রাস্তার কাজ করলেও অজ্ঞাত কারণে তারা দেখেও না দেখার ভান করছেন।
একই গ্রামের গফুর ইসলাম বলেন, শুরু থেকেই স্থানীয় লোকজন কাজের মান নিয়ে আপত্তি করছেন। কিন্তু ঠিকাদারের লোকজন গ্রামের লোকজনকে হুমকি দেন। নিম্নমানের নির্মাণ সামগ্রী তথা ইট, খোয়া ও পাথর ব্যবহার এবং যেনতেনভাবে কার্পেটিং, সঠিক পরিমাণ বিটুমিন ব্যবহার না করার কারণে রাস্তা নির্মিত হওয়ার অল্পদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে।
রাস্তা সংস্কারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী প্রকৌশলী বলেন, রথীন্দ্রনাথ কাছে জানতে চাইলে বলেন তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম পরে কাজটা বন্ধ করে দিয়েছিলাম আবার কাজ শুরু করেছেন বলেই ফোনটা কেটে দেন।
ঠিকাদার প্রোঃ কল্যাণ বসু কাছে জানতে চাইলে তার ব্যবহারিত নাম্বার বারবার ফোন দিলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি
সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানতে চাইলে তিনি বলেন তিনি যদি এমনটা করে থাকেন অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
Leave a Reply