মাটি মামুন রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় জমি সংক্রান্ত বিরোধে বোন জামাই এর হামলায় আহত শ্যালোক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটে রংপুরের গংগাচড়া উপজেলার চেংমারী ছিন্নানীর বাজার দক্ষিণটারী নাম গ্রামে। হাসপাতাল ও অভিযোগ সূত্রে জানা যায় চেংমারী ছিন্নানীর বাজার দক্ষিণটারী এলাকার মৃত,মহাসীন আলী পুত্র নুরুল হাসান (২৫) এর সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধী চলে আসছে তার বোন জামাই আলী হোসেন (৪৫) এর সাথে ভুক্তভোগী নুরুল হাসান সাংবাদিক দের বলেন,ঘটনার দিন ১০ মে শনিবার ২০২৫ রাত ৮ টার দিকে আলী হোসেনের হুকুমে,মাসুদ (২২),মাহমুদ (১৯),ছোটন (৩৫), নিঠু (৪৮) সহ আরও অজ্ঞাত পাঁচ ছয় জন হাতে লাঠি, সোটা, লোহার রড ও ধারালো ছোড়া সহ দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আমার বাড়ীর বাহির উঠানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি বাড়ীর ভিতর থেকে বের হয়ে তাদের কে গালিগালাজ করিতে বাঁধা নিষেধ করিলে তারা আমাকে এলোপাতারীভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফুলা জখম করে। এমত অবস্থায় আমি মাটিতে পরে গেলে আমাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থান হাত,পা, বুক, পিঠ,ও কোমরে স্বজোরে আঘাত করে। এসময় আমার বড় বোন মুকতারা আমাকে উদ্ধার করার চেষ্টা করলে তাকে ও এলোপাতারীভাবে মারপিট করে আমার বসতবাড়ী ঘরের টাটি বেড়া ভাংচুর সহ ৫ হাজার টাকা ক্ষতি সাধণ করে। আমাদের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা এগিয়ে আসলে আলী হোসেন ও তার বাহিনী প্রকাশ্যে জীবন নাশের হুমকি দিয়ে বলেন আজকের মতো বাঁচে গেলি এর পরে সুযোগ মতো আমাকেসহ আমার পরিবারের লোকজনকে রাস্তায় পাইলে জানে মেরে ফেলে বাড়ী ঘরে আগুন দিয়ে ভিটাছাড়া করে অত্র এলাকায় বসবাস করিতে দিবে না হুমকি দিয়া চলে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে উন্নতর চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ১৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ বিষয়ে গংগাচড়া মডেল থানায় পাঁচজন নামে ও অজ্ঞাত পাঁচজন আসামী করে অভিযোগ দায়ের করেন।
এঘটনায় অভিযুক্ত আলী হোসেন বলেন আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পন্ন ভুয়া ও বানোয়াট বরং তারাই আমার সন্তান স্ত্রীর উপর হাত তুলেছে।
এ বিষয়ে গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল ইমরানের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply