মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালি বাজারে আজ ১৩ মে রোজঃ মঙ্গলবার ডাচ্-বাংলা ব্যাংক গ্রাহক সমাবেশ ও উঠান বেঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব মোহাম্মদ তারেক সালাউদ্দিন রিজিওনাল হেড ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং কুষ্টিয়া রিজিওন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব মোঃ মেহেদী হাসান এরিয়াম্যানেজার ডাচ্-বাংলা কুষ্টিয়া, জনাব মোঃ শাখাওয়াত হোসেন এরিয়া ম্যানেজার ডাচ্-বাংলা কুষ্টিয়া, প্রধান অতিথি জনাব মোহাম্মদ তারেক সালাউদ্দিন বলেন আপনারা সকলেই ১০০% নিশ্চিত রেখে ডাচ্ বাংলা ব্যাংকিং এ টাকা রাখতে পারেন এবং আপনারা বাংলাদেশের যে কোন স্থানে গিয়ে হাতের আঙ্গুলের ফিঙ্গার দিয়ে টাকা তুলতে পারবেন। আপনার জন্য আরও সুবিধা দিন রাত যখন তখন আপনাদের পাশে থাকার ব্যাংকিন এজেন্ট পরান খালি বাজারের মোঃ লালন হোসেন সেবা দিয়ে যাচ্ছেন। তবে আপনারা যখন টাকা জমা দিবেন তখন টাকার রিছিফটা নিয়ে নিবেন।কোন ব্যাক্তির সাথে অধিক টাকার লোভে লেনদেন করবেন না।আমাদের লালন ভাই শত সাহসী এবং ভালো মানুষ তিনি আপনাদের সেবায় সবসময় নিয়োজিত আছেন এবং থাকবেন। সাধারণ জনগণের কথায় সকলে বলেন পরানখালি বাজারে ডাচ্ বাংলা ব্যাংক থাকার কারণে আমাদের সকলেই অনেক সুবিধা হয়েছে, এবং আপনাদের দুরে কোথাও যেতে হলে খুবই সহজে আমরা লেনদেন করতে পারছি এবং সঠিক ভাবে টাকার সেবা পাচ্ছি। পরান খালির বাজারের জনসাধারণ বলেন মোঃ লালন হোসেন খুবই ভালো ছেলে দিন রাত যখন তখন আমাদের পাশে আছেন এবং মোঃ লালনের সেবাই আমরা অনেক উপকিত।
Leave a Reply