নিজস্ব প্রতিনিধি:
গাজীপুর মহানগরের গাছা থানার হারিকেন এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বিআরটি রোডে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিকের নিহতের খবর ছড়িয়ে পরলে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
সকাল আনুমানিক পৌঁনে আটাটায় দূর্ঘটানা ঘটার পরে আনুমানিক সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনার খবরে ওই মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
নিহত নারী শ্রমিক হলেন নেত্রকোনা জেলা খালিয়াজুড়ি থানার হাররকান্দি গ্রামের আরাফাত আলীর মেয়ে চম্পা বেগম (১৮)। চম্পা তার স্বামী কাউসারের সাথে হারিকেন রোডে ভাড়া বাসায় থেকে গার্মেন্টসে চাকরী কতেন।
সরেজমিনে গিয়ে জানা গেছে , হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় ইন্টারলুপ বিডি লিমিটেডের নারী শ্রমিক চম্পা বেগম (১৮) কে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চম্পার মৃত্যু হয়। ঘটনার পর সকাল সাড়ে ৮টার দিকে সহকর্মী শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থল থেকে বেরিয়ে এসে আশেপাশের সকল কারখানার গেটে ইটপাটকেল ছুঁড়ে কারখানা ছুটি দিতে বাধ্য করে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়,ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী, চালক ও পথচারীরা।
খবর পেয়ে গাছা থানা পুলিশ, ট্রাফিক বিভাগ এবং শিল্প পুলিশ-২,দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে সেনাবাহিনীর সহায়তায় ও প্রশাসনের একাধিক প্রচেষ্টায় সকাল ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় মহাসড়কে আন্দোলনরত শ্রমিকরা সেনাবাহিনীর কাছে দাবি করেন বিআরটির বাস চলাচলের এই মহাসড়কে গাজীপুরের কিছু পয়েন্টে স্প্রীড ব্রেকার দিতে হবে এবং ট্রাফিক পুলিশ দিতে হবে যেন শ্রমিকরা পারাপারের সময় স্প্রিড ব্রেকারে গাড়ি ধীরগতি হয় ও ট্রাফিক পুলিশ সিগনাল দিয়ে সহযোগিতা করেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার, এ কে এম জহিরুল ইসলাম জানান, “বিক্ষোভ ও অবরোধ চলাকালে কেউ আটক বা আহত হয়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।
Leave a Reply