খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার:
গত ৫ এপ্রিল জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে নরসিংদী-৪ মনোহরদী – বেলাবো আসনের সাবেক এমপি আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।যারা সংস্কার চাইবে তাদের হাত ভেঙ্গে দেওয়া হবে শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল।
প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেন,প্রকাশিত সংবাদে আংশিক প্রকাশ করা হয়েছে।সংস্কার করলে হাত ভেঙ্গে দেওয়া হবে এমন কোন কথা বলি নাই।বর্তমানে এই সংবাদটি নিয়ে যে অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি আমার রাজনৈতিক ক্ষতি করার জন্য চক্রান্ত চালাচ্ছে একটি মহল।এমন তথ্য পরিবেশন করে জাতিকে বিভ্রান্ত না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করছি ও প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
Leave a Reply