মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসফ এর রাজশাহী ও খুলনা বিভাগের স্পেশাল টিমের নব গঠিত কমিটির যাত্রা শুরু উপলক্ষ্যে আনুষ্ঠানিক উদ্ভোধন, শপথ গ্রহণ ও আলোচনা সভা ১ মে দুপুরে ঈশ্বরদীর কাশ্মেরী ফুড গার্ডেনে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তৃতা করেন ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আফজাল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক ডিডিপির চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা, জমজম স্পেশালাইজড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ রিয়াদুল জান্নাত ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম।
আসফ এর কেন্দ্রীয় সমন্বয়কারী ও স্পেশাল টিম এর সভাপতি মোঃ জাকির হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের বিশেষ অতিথি আফজাল হোসেন নব গঠিত স্পেশাল টিমের সভাপতি ও সমন্বয়ক মোঃ জাকির হোসেন, উপদেষ্টা খায়রুল ইসলাম, সহ-সভাপতি রতন আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ আলী ও কুসুম শেখ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, প্রচার সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক সোহেল প্রামাণিক, নির্বাহী সদস্য রাকিব হাসান রকি, রাসেল হোসেন ও রুজভী হাসান মিলনকে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করান ও পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত ও অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত ও বরণ করা হয়।
এই অনুষ্ঠানে সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যবৃন্দ, মানবাধিকার কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply