নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৬ তারিখ ২০২৫ ইং চ্যানেল 24 গাজীপুর মহানগরের আধেপাশা পাড়ায় গাজীপুর মহানগর বাসন থানা বিএনপি’র সম্মানিত (সভাপতি) বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী আলহাজ্ব তানভীর সিরাজ এর বিরুদ্ধে জোর পূর্বক ভাবে তার নামকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন নিউজ করে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে একটি কুচক্রী মহল। গাজীপুর মহানগর বাসন থানা বিএনপি’র সভাপতি দায়িত্ব নেওয়ার পর থেকে বাসন থানা’কে বিএনপি’র প্রতিটি ওয়ার্ডের সাংগঠনিক কমিটি গঠন করে বাসন থানা বিএনপি’র শক্তিশালী সংগঠন রুপান্তিত করেছেন তিনি। একটি মহল ইসয়ানিত হয়ে একটি মহল বারংবার তার বিরুদ্ধে নিউজ করে যাচ্ছে। আলহাজ্ব তানভীর সিরাজকে সমাজে বার বার হেয় করার জন্য মিথ্যা জোড় পূর্বক তার নামকে জড়িয়ে নিউজ করে এহেনো ন্যাক্কারজনক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহবান জানায় এহনো মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Leave a Reply