গাজীপুর প্রতিনিধি মোজাম্মেল সরকার:-
গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন কলাবাগান রোডের পাশে থেকে আনুমানিক পাঁচ থেকে ছয় মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা রাস্তার ধারে একটি পলিথিন ব্যাগের ভেতর লাশটি পড়ে থাকতে দেখে বাসন মেট্রো থানায় খবর দেন।
খবর পেয়ে বাসন মেট্রো থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাসন মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে অন্যত্র হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
স্থানীয়রা এমন নির্মম ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Leave a Reply