এস.এম দুর্জয়:
জুলাই অভ্যুত্থানে মহান শহীদ ও আহত যোদ্ধাদের স্বরণে গাজীপুরের শ্রীপুরে ‘জাতীয় নাগরিক পার্টির’ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২২ মার্চ) বিকেলের দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ‘যুগ্ম মুখ্য সংগঠক’ অবসরপ্রাপ্ত মেজর “আব্দুল্লাহ আল মাহমুদের” সভাপতিত্বে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার ‘যুগ্ম সদস্য সচিব’ মাহমুদুল হাসান ইমন ও বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ এর কেন্দ্রীয় সংগঠক- মনিরুজ্জামান তুলন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শহীদ জাকির হোসেন এর সম্মানিত পিতা- জনাব, শেখ জামাল উদ্দিন ও প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন- নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক- আব্দুল্লাহ আল মুহিম।এছাড়াও আরো বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘সদস্য সচিব’ বশির আহমেদ অপু,গাজীপুর জেলা প্রেস ক্লাবের ‘সাধারণ সম্পাদক’ শফিকুল ইসলাম ভূইয়া সহ সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং জাতীয় নাগরিক পার্টি শ্রীপুর উপজেলার প্রতিনিধিরা।অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলো জুলাই বিপ্লবের সম্মানিত আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দরা।আলোচনা শেষে জুলাই অভ্যুত্থানে মহান শহীদ ও আহত যোদ্ধাদের স্বরণে বিশেষ দোয়া পরিচালনা করেন, নাগরিক পার্টি শ্রীপুর উপজেলার সদস্য – মাওলানা মুফতি মনিরুজ্জামান।
Leave a Reply