তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্টারলিং ডিজাইন লিমিটেড কারখানার শ্রমিকরা।
সোমবার (২৪ মার্চ) দেড়টায় উপজেলার চন্দ্রা হরিনহাটি এলাকায় এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়,সোমবার দুপুর দেড়টার দিকে স্টার লিংক ডিজাইন কারখানর শ্রমিকরা আসন্ন ঈদের ছুটি তিনদিনের পরিবর্তে পাঁচদিন বৃদ্ধির দাবিতে হরিণহাটি পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়ে ওই সড়কে চলাচলকারী যাত্রা ও গণপরিবহনের চালকরা।
খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও থানা পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যেতে বললেও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে জোড়ালো আন্দোলন করতে থাকে।
পরে সাড়ে তিনটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নেয়। প্রায় দুই ঘন্টা পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, ইস্টার লিংক কারখানা শ্রমিকরা ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।পরে যৌথ বাহিনীর সাহায়তায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply