ভালুকা উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদী গ্রামে প্যারাগণ নামে একটি পোল্ট্রি ফার্মের লিটারে দুর্গন্ধ ও ফসলের ক্ষতির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৭ মে) সকালে চামিয়াদী প্যারাগন মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী জানায়, লিটারের কারণে কৃষকরা ফসল ঘরে তুলতে পারেনা, দুর্গন্ধে ঘরে থাকতে পারেনা তারা। বিশেষ করে বর্ষাকালে মারাত্মক অসুবিধা সৃষ্টি হয়। বাড়িতে বসবাস করাই কঠিন হয়ে পড়ে তাদের। এসব বিষয়ে ফার্মটির ম্যানেজারকে কিছু বললে তিনি কোনো প্রতিকার করেনা। এ ব্যাপারে এলাকাবাসি পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মহলকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, খোকা খান, আবুল হোসেন, সোহেল রানা, মালেকা খাতুন। মানববন্ধনে বিভিন্ন বয়সের নারী পুরুষসহ প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে ফার্মটির ম্যানেজার ডা. মুঞ্জুরুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, তাদের কম্পোস্ট প্ল্যান্ট রয়েছে। ফার্মের কারণে যদি কারো ফসলের ক্ষতি হয়, তাহলে ক্ষতির বিষয়টি তারা দেখবেন।
Leave a Reply