1. admin@dainikseshbela.com : seshbela :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাতের অভিযোগ দুই দফা দাবি নিয়ে দুই ঘন্টার কর্ম বিরতি করেন কুমিল্লা বিচার বিভাগীয় আদালতের কর্মচারী বৃন্দ গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ  তালা পাটকেলঘাটা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ফরিদ হাসান জুয়েল ধরাছোঁয়ার বাইরে কালিয়াকৈরে ব্যবসায়ীদের ক্ষোপ প্রকাশ, দু’টি দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম নৈস প্রহরী নহির সরকার কর্তৃক ১৩ বছরের নাবালিকা শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা দিনাজপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মোহনপুর এসএসসি পরীক্ষাকেন্দ্রে চলছে কোচিং বানিজ্য কালিয়াকৈরে চাঁদাবাজি ও হামলার অভিযোগ আদালতের-রায়ে মিরপুর পৌরসভার-মেয়র-আরিফুর–গেজেট-প্রকাশের-নির্দেশ

কালিয়াকৈরে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাতের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২ বার পাঠ করা হয়েছে

কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাতের অভিযোগ ওঠেছে পালিত কন্যার বিরুদ্ধে।

স্বাাধীনবাংলা বেতার কেন্দ্রের সুরসৈনিক বীরমুক্তিযোদ্ধা প্রয়াত এস. এম. আব্দুল গণী বোখারীর মুক্তিযোদ্ধা ভাতা জাল জালিয়াতির মাধ্যমে পালিত কন্যা তন্দ্রা বোখারী দীর্ঘদিন থেকে একাই ভোগ করার অভিযোগ পাওয়া গেছে। জাল জালিয়াতির বিষয়ে  প্রয়াত বীরমুক্তিযোদ্ধা এস. এম. আব্দুল গণী বোখারীর কনিষ্ঠ পুত্র আতাউল গনী বোখারী ওরফে এ. জি বোখারী জেলা প্রশাসক/ পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরে তাদের পালিত বোন তন্দ্রা বোখারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছে।

অভিযোগে জানা যায়,স্বাাধীনবাংলা বেতার কেন্দ্রের সুরসৈনিক বীরমুক্তিযোদ্ধা প্রয়াত এস. এম. আব্দুল গণী বোখারীর বৃদ্ধ বয়সে দেখাশোনার জন্য স্ত্রী শিরিন সাংমা বোখারীর আত্মিয় গারো সম্প্রদায়ের মেয়ে তন্দ্রা সাংমা, পিতা: মৃত সুশান্ত মান্দা, সাং বিশ্বনাথপুর, ইউনিয়ন: খারনৈ, উপজেলা: কলমাকান্দা, জেলা: নেত্রকোনা কে আনা হয়েছিলো। কিন্ত সম্পত্তি আত্মসাতের মানসে তন্দ্রা মৃত পথযাত্রী  আব্দুল গনী বোখারীকে ভূল বুঝিয়ে সে নিজেই এস. এম আব্দুল গনী বোখারীর কন্যা সেজে বসেছে। বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে  প্রয়াত বীরমুক্তিযোদ্ধার তিন সন্তান ও তার নিজের নাম সহ কাউন্সিলরের মাধ্যমে ওয়ারিশ সনদ  নিয়েছে। পরে  (১) জিনাত মোশারফ (অষ্টেলিয়া প্রবাসী)  (২) শামসির গনী বোখারী (প্রতিবন্ধী) (৩) আতিউল গনি বোখারী ওরফে এ.জি বোখারী (দীর্ঘদিন থেকে শারিরীক অসুস্থ) সুযোগ বুঝে উক্ত তিনজনের স্বাক্ষর নকল করে মুক্তিযোদ্ধা ভাতার বিপরীতে পর্যায়ক্রমে সোনালী ব্যাংক, কালিয়াকৈর শাখা থেকে ১৪/১৫ লাখ টাকা ্ঋন নিয়েছে (মুক্তি হিসাব নং ০২০৪০২৬০০২৬৪৫)। এ.জি বোখারী জানান, তন্দ্রার অপকর্ম সম্পর্কে গোপনে জানতে পেরে তিনি  উপজেলা সমাজসেবা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। কিন্ত অভিযোগের তোয়ক্কা না করে তন্দ্রা পুনরায় ব্যাংক থেকে ্ ঋন নিয়েছে। ইতোপূর্বে  প্রতিবন্ধী শামসির গনী বোখারীর  নামে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় কর্তৃক একটি পাকা ভবন বরাদ্ধ হয়েছিলো। তন্দ্রার বিরোধীতায় সেই ভবন বাতিল হয়। তন্দ্রা  মৃত শিরিন সাংমা বোখারীর গর্ভজাত সন্তান নয়। অথচ কালামপুর মৌজায় শিরিন সাংমার  নামে ২২ শতাংশ জমি সে জাল জালিয়তির মাধ্যমে একাই বিক্রি করে দিয়েছে।

শামসির গনী বোখারীর নিজ মালিকানাধীন কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ডে কালামপুর মহল্লায় (হোল্ডিং নং বি-১৪৪) প্রয়াত বীরমুক্তিযোদ্ধার  ক্রযকৃত  একটি টিন শেড বাড়ী রয়েছে।  বাড়ীটি  মুক্তিযোদ্ধা ভাতা অগ্রিম গ্রহন করে নির্মান করা হয়। তন্দ্রা কতিপয় মাদকাসক্ত সাঙ্গপাঙ্গ নিয়ে সেই বাড়ীটি গ্রাস করার পায়তারা করছে। নিজের কোন জমি না থাকলেও  প্রতিবন্ধীর জমি গোপনে জনৈক ছানোয়ারের কাছে ২ লাখ টাকা নিয়ে অবৈধ ভাবে বায়না করেছে। এ.জি বোখারী আরো জানান, শামসির গনি বোখারীর সাথে তন্দ্রা ্একই বাড়ীতে থাকতো। কুট কৌশলে আয়ত্তে নেয়ার অপারগতায় তন্দ্রা প্রতিকন্ধী শামসিরকে নাজেহাল করার চেষ্টা করেছে। নিরাপত্তার তাগিদে  বাড়ীটি অন্যত্র বিক্রি করে দিয়ে ভাইকে সরিয়ে নিয়েছেন। তন্দ্রাকে কোথাও খোজে পাওয়া যয়নি। জনৈক এলাকাবাসী জানান, পাওয়ানাদারদের ভয়ে কয়েক মাস যাবত সে পালিয়ে থাকে। কখন কোথায় থাকে কেউ জানে না।  চীরকুমারী তন্দ্রার  সজিব হাসান নামে  এক পালিত পুত্র রয়েছে। বহু বিবাহকারী  মাদকাসক্ত পুত্র তন্দ্রার সকল অপকর্মের সঙ্গী। জালিয়াতির বিষয়ে তন্দ্রার মতামত জানকে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি