তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুর জেলার কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সমিতির কার্যালয়ের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও গাজীপুর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আক্তার উজ্জামান, আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল জলিল,হযরত আলী মিলন, আব্দুর রাজ্জাক সরকার এবং সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।সভায় মোঃ হুমায়ুন কবির খানকে কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়। একইসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদকে আহ্বায়ক এবং আব্দুল জলিল কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।এছাড়াও ৯ সদস্যবিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়। এতে সদস্য হিসেবে রয়েছেন হাজী আজহারুল ইসলাম, শাহজাহান শিকদার, হাজী সোনা মিয়া, মহসিন উজ্জামান, আব্দুর রাজ্জাক সরকার, ছানোয়ার হোসেন, বিপ্লব শিকদার প্রমুখ।
Leave a Reply