মো: লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মান উন্নয়নে কুষ্টিয়া পুলিশ হাসপাতালে অত্যাধুনিক প্যাথলজিক্যাল শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অদ্য মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ খ্রি. এটি উদ্বোধন করেন জনাব মোঃ মিজানুর রহমান পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন প্যাথলজিক্যাল শাখার উদ্বোধনের মধ্য দিয়ে হাসপাতালটিতে স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হয়েছে পুলিশের এই হাসপাতালটিতে কুষ্টিয়া জেলায় কর্মরত পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যবৃন্দ কম খরচে এ ল্যাবে প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা করাতে পারবেন।
এ সময়ে আর ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব প্রণব কুমার সরকার,মেডিকেল অফিসার ডা: মোসা: শারমিন জাহান সুরভী,
ডাঃ মোসা: সুলতানা রাজিয়া, পুলিশ হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
ল্যাব টেষ্টের নাম ও মূল্য তালিকা সমূহ :
১. Blood Grouping and Rh Factor- ১০/-
২. RBS (Random Blood Suger) ৩০/-
৩. Serum Creatinine ৮০/-
৪. Lipid Profile ২৫০/-
a. Triglycerides(Tg)
b. Total Cholesterol
c. HDL (High-Density Lipoprotein)
d. LDL (low-Density Lipoproten)
৫. Bilirubin ৫০/-
৬. HBsAg ৫০/-
০৭. Pregnancy Test ৫০/-
০৮. Urine RME ৫০/-
০৯. ECG ১০০/-
Leave a Reply