তুষার আহম্মেদ :
কালিয়াকৈরের আকাশে এক উজ্জ্বল তারা,
যুবদলের পথে যিনি সাহসীর ধারা।
মোঃ রিয়াজুল আলম, নামেতে দ্যুতি ছড়ায়,
তারুণ্যের শক্তিতে, এগিয়ে চলায়।
ত্যাগী আর লড়াকু, বিশ্বাসে অটল,
সংগঠনের প্রতি তিনি সদা তৎপর।
মেহনতী মানুষের পাশে সর্বদা বিরাজমান,
ন্যায়ের পতাকা হাতে, নির্ভীক অভিযান।
উদ্যমী যুবক তিনি, স্বপ্নে ভরপুর প্রাণ,
পরিবর্তনের মন্ত্রে সদা জাগে গান।
সকলের মাঝে তিনি ভালোবাসার বাঁধন,
কালিয়াকৈরের যুবদলে তিনিই তো সাধন।
আলো ঝলমলে হোক তাঁর পথের প্রতিটি বাঁক,
জয়যুক্ত হোক রিয়াজুল আলম রিয়াজ, ঘুচে যাক আঁধার ঢাক।
পৌর যুবদলের এই নক্ষত্র চিরদিন রবে,
মানুষের হৃদয়ে গাঁথা, শ্রদ্ধার সৌরভে।
Leave a Reply