স্টাফ রিপোর্টার:::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে চাপা উত্তেজনা। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এখন একটি সুস্পষ্ট দাবিরূপে আত্মপ্রকাশ করেছে – অবিলম্বে বর্তমান উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত করতে হবে। তৃণমূলের কর্মীরা অভিযোগের আঙুল তুলেছেন বর্তমান নেতৃত্বের দিকে, যাদের বিরুদ্ধে কর্মীদের অবহেলা এবং সাংগঠনিক স্থবিরতা সৃষ্টির মতো গুরুতর অভিযোগ বিদ্যমান।
স্থানীয় যুবদলের একাধিক কর্মী তাদের ক্ষোভ এবং প্রত্যাশার কথা তুলে ধরেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দীর্ঘদিনের কর্মী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু বর্তমান নেতারা আমাদের কোনো মূল্যায়ন করেন না। তাদের কাছে কর্মীর কোনো গুরুত্ব নেই। আমরা এমন নেতৃত্ব চাই, যারা আমাদের পাশে থাকবে।”
আরেকজন সক্রিয় সদস্য ক্ষোভের সাথে বলেন, “উপজেলা যুবদলের যিনি গুরুত্বপূর্ণ পদে আছেন, তাকে আমরা চিনিই না। কোনো মিটিং মিছিলে তাকে দেখা যায় না। দলের কোনো খবরও তিনি রাখেন না। এটা কেমন নেতৃত্ব? আমরা পরিবর্তন চাই।”
পৌর যুবদলের একজন তরুণ কর্মী বলেন, “আমরা নতুন নেতৃত্ব দেখতে চাই, যারা মাঠে এসে আমাদের সাথে কাজ করবে। বর্তমান কমিটি শুধু পদ আঁকড়ে বসে আছে, দলের জন্য তাদের কোনো উদ্যোগ নেই।”
মহিলা যুবদলের এক সদস্য বলেন, “আমাদের মহিলা কর্মীদের কোনো প্রকার সুযোগ সুবিধা দেওয়া হয় না। আমরাও দলের জন্য কাজ করতে চাই, কিন্তু সেই পরিবেশ এখানে নেই। নতুন নেতৃত্ব এলে হয়তো আমাদের কথা শুনবে।”
স্থানীয় যুবদলের অগণিত কর্মী তাদের ক্ষোভ প্রকাশ করে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বর্তমান কমিটির শীর্ষ পদে আসীন কতিপয় নেতা কর্মীদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাদের নেতৃত্ব শুধুমাত্র পদাধিকারীর আসনে সীমাবদ্ধ, মাঠপর্যায়ে কর্মীদের সাথে তাদের কোনো প্রকার আন্তরিক সংযোগ নেই। কর্মীরা মনে করেন, এই নেতৃত্ব দলের জন্য কোনো প্রকার ইতিবাচক পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে, বরং সাংগঠনিক দুর্বলতা আরও প্রকট হয়েছে। তাদের কণ্ঠে ধ্বনিত হয়েছে একটিই সুর – তারা আর এই নিষ্ক্রিয় নেতৃত্ব মেনে নিতে রাজি নন।তৃণমূলের কর্মীরা একটি কর্মী বান্ধব নেতৃত্বের জন্য উদগ্রীব। তারা এমন এক নেতৃত্ব চান, যারা দলের প্রতিটি কর্মীর মতামতকে সম্মান জানাবে, তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসবে এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ যুবদল গঠনে নেতৃত্ব দেবে। তাদের স্পষ্ট বিশ্বাস, একটি নতুন ও গতিশীল নেতৃত্বই কালিয়াকৈরে যুবদলকে তার হারানো গৌরব ফিরেয়ে আনতে পারে এবং রাজনৈতিক ময়দানে দলের সক্রিয়তা বৃদ্ধি করতে সক্ষম।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দের প্রতি কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের সকল স্তরের কর্মীদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হচ্ছে – অনতিবিলম্বে আপনারা কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করুন। কর্মীদের এই যৌক্তিক দাবি উপেক্ষা করা হলে, কালিয়াকৈরের যুবদল অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে এবং দলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তৃণমূলের এই সম্মিলিত ও জোরালো দাবি কেন্দ্রীয় নেতৃত্ব কতটা আমলে নেয় এবং কালিয়াকৈরের যুবদলের রাজনৈতিক ভাগ্য কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সময়ের অপেক্ষা। কর্মীরা তাকিয়ে আছেন কেন্দ্রীয় নেতৃত্বের সুবিবেচনার দিকে, একটি নতুন সূচনার প্রত্যাশায়।
Leave a Reply