স্টাফ রিপোর্টার, দেলোয়ার হোসেন:
ব্রিটিশ ভারতের তৎকালীন মন্ত্রী, প্রখ্যাত সমাজ সংস্কারক, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, অবিভক্ত ময়মনসিংহ জেলার টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধনবাড়ীর প্রখ্যাত জমিদার নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর ৯৬ তম মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় । আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে ১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুর দুই টায় আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর মৃত্যু বার্ষিকী পালন করা হয়। আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ,সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন, সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল এবং ধনবাড়ী নওয়াব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর যৌথ উদ্যোগে নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর ৯৬ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয় । আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক মনিরুজ্জান খান এবং মহেরুল কবির এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, গভর্নিং বডির বর্তমান সভাপতি এবং ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এম আজিজুর রহমান । আসিয়া হাসান আলী ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য আলোচকদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ এর গভর্নিং বডির সদস্য জাহিদুল ইসলাম মহব্বত, সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ গোলাম রব্বানী, সরকারি নবাব ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এটিএম হারুনর রশীদ,আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন এবং ধনবাড়ী সরকারি নবাব মডেল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম । আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ থেকে মৌন মিছিল যোগে নবাববাড়ী মসজিদ চত্বরে গিয়ে নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর কবরের পাশে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নবাব শাহী জামে মসজিদের ইমাম মওলানা মুফতি ইদ্রিস হোসাইন । আলোচনা সভা এবং দোয়া শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয় ।
Leave a Reply