মোঃ লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :-
পাবনা জেলার ঈশ্বরদী থানার তরুণ প্রজন্মের সৎ সাহসী ঈশ্বরদী থানা’র এএসআই ওবায়দুর হাসান, তরুণ প্রজন্মের দানবীর সৎ সাহসী,মানবিক পুলিশ অফিসার, তরুণ প্রজন্মের আদর্শ, সুযোগ্য, উদ্যমী, ন্যায়পরায়ন, মেধাবী, সৎ, সাহসী, কর্মঠ, দক্ষ, নিরহংকার, দানবীর, চৌকস, কর্তব্যপরায়ন, ও আন্তরিক ব্যাক্তিত্ব, ঈশ্বরদী থানা’র এএসআই ওবায়দুর হাসান তিনি ঈশ্বরদী থানাধীন যতোগুলো অভিযোগ ও জিডির কাগজ গুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে ১ মাসে প্রায় ১৪ টি বিভিন্ন মোটরসাইকেল উদ্ধার করেছেন এবং আরও জানাতে পারি,হারিয়ে এবং চুরি হয়ে যাওয়া মোবাইল সহ লক্ষ লক্ষ টাকার স্বর্ণ অলংকার,রুপা এবং হারিয়ে যাওয়া টাকা, ডাকাতি হওয়ার টাকা, চুরি হওয়ার টাকা,এবং টাকা নিয়ে একে অপরের সাথে বের হয়ে চলে যাওয়া নিয়ে যতো গুলো ঈশ্বরদী থানাধীন অভিযোগ এসেছেন ইনশাআল্লাহ সব গুলোই উদ্ধার করতে সক্ষম হয়েছেন তরুণ প্রজন্মের সৎ সাহসী ঈশ্বরদী থানা’র এএসআই ওবায়দুর হাসান।সামাজিক অপরাধ মূলক কর্মকান্ড নিরসণে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে ও তিনি। আপনার মতো আদর্শ, মেধাবী, সততায়, অটুট, সাহসীকতা, মেধায়, ও অত্যন্ত বিনয় ও বন্ধু সুলভ মানবতাময়, সত্য ও ন্যায়ের পক্ষে আপনার বলিষ্ঠ ভুমিকা সর্বমহলে আজ প্রশংসিত।
অবিচল আনুগত্যতার এবং উৎসর্গকৃত ভূমিকার জন্য ক্রমান্বয়ে পুলিশ বিভাগের সর্বোচ্চ পদে সমাসীন হবেন, এটাই আমাদের প্রত্যাশা। পরিশেষে, মহান সৃষ্টিকর্তার দরবারে আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন, অনাবিল সুখ, অপরিসীম শান্তি ও জীবনের সর্বাঙ্গীন সফলতা এবং সার্বিক মঙ্গল কামনা করছি। আপনার মেধা ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে সফলতার স্বাক্ষর রেখে সেবায়, ত্যাগে ও কর্মে স্মরনীয় হয়ে আপনার বর্নাঢ্য ভবিষ্যত জীবনে দেশ ও জাতির কল্যান বয়ে আনবেন এমনটাই আশা ইশ্বরদী থানার এলাকাবাসীর।
Leave a Reply