স্টাফ রিপোর্টার :-
২৪ গনঅভ্যুত্থানে পর আওয়ামী শীর্ষ সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়, এখন আবার ফিরতে শুরু করছে,
শীর্ষ সন্ত্রাসী জাবেদ তার বিশাল ক্যাডার বাহিনী নিয়ে
রাজগন্জ বাকীপুর, ছয়ানী, আলাইয়ারপুর নিয়ন্ত্রণ করছে, শীর্ষ সন্ত্রাসী জাবেদ ও তার সহযোগী বাকীপুর ০৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুর রহমান,০৯ নং ওয়ার্ড ছাএলীগের সভাপতি বাবুল, সন্ত্রাসী সাকী,সন্ত্রাসী রাব্বী, যুবলীগ নেতা ইব্রাহিম,শীর্ষ সন্ত্রাসী ডিজে সুমন,সন্ত্রাসী ফারুক,সন্ত্রাসী রিয়াদ, যুবলীগের ক্যাডার আমির, সন্ত্রাসী করিম,সন্ত্রাসী রহিম, সন্ত্রাসীরা সবুজ,অষ্টধারী ক্যাডার রিপন,অষ্টধারী ক্যাডার মহন সহ বিশাল বাহিনী নিয়ে
রাতের আদারে এলাকায় গুরে বেড়াচ্ছে, এতে জনমনে আতংক দেখা দিয়েছে,পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,তাদের কে আইনের আওতায় আনা জন্য।
নোয়াখালী-৩ বেগমগঞ্জ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,
আওয়ামী যুবলীগ এর বেগমগঞ্জ উপজেলা সভাপতি মাসুদ আলম ( মাটি মাসুদ) এর পালিত সন্ত্রাসী জাবেদ বেগমগঞ্জ পশ্চিম অঞ্চলের আতংক ছিলেন এই সন্ত্রাসী
জাবেদ চাঁদাবাজী,জমিদখল, অপহরণ করে মুক্তি পন, ডাকাতি সহ অসংখ্য মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে যান,ক্ষমতার অপব্যবহার করে আইনের পাক গলিয়ে জামিনে বের হয়ে আবার পুরনো রুপে ফিরে যান,২৪ গনঅভ্যুত্থানের পর সবাই এলাকা থেকে পালিয়ে যায়,গতবকয়েক থেকে আবার ও এলাকায় আসতে শুরু করে।নাম না প্রকাশ করার শর্তে এলাকা বাসী জানান,, শীর্ষ সন্ত্রাসী জাবেদ ও তার ক্যাডার বাহিনী গত কয়েক দিন থেকে আবার ও এলাকায় আসতে শুরু করে, রাতে অস্ত্র সহ এলাকায় মোটরসাইকেল মহড়া দেয়, রাস্তায় ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে, মাঝে মধ্যে বাকীপুর নয়াব বাডিতে বাকীপুর ০৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুর রহমান বাড়িতে বৈঠক করে,
সারাদেশের ন্যায় আমাদের এলাকায় সেনাবাহিনী ও পুলিশ টহল থাকায় কোন নাশকতা ও বিশৃঙ্খলা করতে পারছেনা, আমরা সবসময় আতংকিত থাকি,শীর্ষ সন্ত্রাসী জাবেদ ও তার ক্যাডার বাহিনী কে আইনের আওতায় আনা জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।
Leave a Reply