নিজস্ব প্রতিবেদক :-
গাজীপুর মহানগরীর ১৯নং ওয়ার্ডের দক্ষিণ সালনা যোগিরগোপা জামে মসজিদের জায়গার দখল ও মসজিদের জায়গায় জোরপূর্বক বিদ্যুতের খুঁটি বসার চেষ্টা গাজীপুর মহানগর বিএনপির সদর থানা সাবেক সভাপতি জনাব আজমল ভূঁইয়ার নির্দেশে যুবদল গাউছিয়া থানার আহব্যাক সদস্য ইব্রাহিম সরকারের নেতৃত্বে মসজিদের মাঠে খুটি বসা বন্ধ হয়ে যায়
এর প্রতিবাদে মসজিদ কমিটির সভাপতি জনাব সিদ্দিকুর রহমান সহসভাপতি শহর আলী মসজিদ কমিটির সদস্য ও কাউলতিয়া যুবদল আহবায়ক কমিটির সদস্য ইব্রাহিম সরকার সাক্ষাৎকার বলেন জাকির হোসেন প্লাস্টিক ফ্যাক্টরি মালিক উনি জোরপূর্বক ভাবে মসজিদ কমিটিকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে মসজিদের মাঠের উপর দিয়ে পল্লী বিদ্যুতের খুঁটি ও বাড়িতে যাতায়াতের রাস্তা করিয়ে নেয় মসজিদের জায়গায় রান্নাঘর বসিয়ে রান্না করে খায় এহেন কার্যকলাপের জন্য মসজিদ কমিটির লোকজন তীব্র নিন্দা প্রতিবাদ জানাই পল্লী বিদ্যুৎ জি এম বরাবর একটি দরখাস্ত দেয় যাতে করে পল্লী বিদ্যুতের কোন পিলার না বসে মসজিদের মাঠে পিলার বসলে মাদ্রাসা ও মসজিদের ও ঈদগাহ মাঠের উন্নয়নের অনেক ক্ষতি হবে
Leave a Reply