মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
বাংলাদেশ অটো মেজর এন্ড হাস্কিং মিল মালিক সমিতি ২০১৪ কমিটিতে জাহিদুল ইসলাম বিপ্লব (সহ-সভাপতি) পরবর্তীতে ওমর ও মফিজ আওয়ামী লীগের দোষের সাথে শিল্প বিষয়ক সম্পাদক হয়ে, এবং কমিটিতে আওয়ামীলীগের সাবেক এমপি মো: হানিফের এবং তার ভাই কুষ্টিয়ার অধিক আওয়ামী লীগের নেতা যার হাতের মুঠোতে কুষ্টিয়া মো: আতাউর রহমান আতার নেতৃত্ব সংগঠন করে আজও সে সংগঠনের সাথে তিনি আছেন।
হার্টের ব্যবসা তনু,ব্রিজের ব্যবসা তনু,বালুর ব্যবসা হান্নান চেয়ারম্যান এবং হানিফের ভাই চুনুর সাথে ঘাট হাট ও বালু ব্যবসা সহ জাসদের চেয়ারম্যানের সাথে সিগারেটের ব্যবসা ও ঈশ্বরদীতে পাথর এবং বালু সাপ্লাই ব্যবসা করেন আতা ও কামারুলের সাথে মোবাইলে প্রতিনিয়ত যোগাযোগ ছিলো
অথচ ছবির সাথে দেখা যায় সদর উপজেলা আওয়ামী লীগের ৮নং সদস্য সফিউল ইসলাম এবং হাল ছেড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান খান লিটু একজন মাদক ব্যবসায়ী ও অস্রধারী তারা উভয়ে আওয়ামী লীগ তাদের সাথে কিসের সম্পর্ক বিপ্লবের এ বলে কুষ্টিয়ার দুরসময়ের বিএনপি নেতার বিভিন্ন বি-ভাংতিতে পরেছে।
এবং বিএনপির বিভিন্ন সংবাদ সম্মেলন করেছে যে সকল ব্যানারে সদর উপজেলা বিএনপি আহ্বায়ক ও অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন না। যারা আওয়ামী লীগের সময় বিভিন্ন সুবিধা গ্রহণ করেছে তারাই আজও সুবিধা নিয়ে সাধারণ মানুষের উপর চাঁদার দাবিতে বিভিন্ন অত্রাচার করে যাচ্ছে এখনও কুষ্টিয়া জেলার সাধারণ জনগণের অশান্তির মুল কারন হলো জাহিদুল ইসলাম বিপ্লব।
অথচ সংবাদ সম্মেলনে সদর থানা বিএনপি’র আহবায়কসহ কোন নেতাকর্মীকে দেখা যায়নি।
Leave a Reply