1. admin@dainikseshbela.com : seshbela :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে আজ মহান মে দিবস পালিত মধুপুরে সাবেক কৃষি মন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক এমপির পিএস “আলা-আমিন” গ্রে*ফতার মহান মে দিবস আজ দৈনিক “স্বাধীন ভাষা” পত্রিকায় নতুন সম্পাদনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করলেন প্রবাসীর অর্থায়নে বিভিন্ন ক্বওমী মাদ্রাসায় বৈদ্যুতিক ফ্যান ও টিউবওয়েল বিতরণ শ্রীপুরে মহান মে দিবস উপলক্ষে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি তালা মেসার্স বসু ট্রেডার্স ও ,১ম শ্রেণী ঠিকাদার কল্যাণ বসু বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আলহাজ্ব আবুল কাশেম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গাজিপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন আন্তর্জাতিক শ্রমিক দিবস সমপক্ষে কিছু কথা (মে দিবস নামেও পরিচিত) মে মাসের প্রথম দিনটিকে পৃথিবীর সাজেদুল ইসলাম সেলিম সভাপতি গাজিপুর মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ ০১লা মে মহান “মে’ দিবস”

কালিয়াকৈরের বিএনপি’তে দুর্দিনের কাণ্ডারি হুমায়ুন কবীর খান: দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ ও নেতৃত্বের প্রতিচ্ছবি

  • প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার পাঠ করা হয়েছে

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুর-১ আসনে বিএনপির রাজনীতিতে এক পরিচিত এবং পরীক্ষিত নাম হুমায়ুন কবীর খান। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর অব্যাহতির পর যখন কালিয়াকৈর বিএনপি নেতৃত্ব ও দিকনির্দেশনার সংকটে পড়েছিল, সেই কঠিন সময়ে হুমায়ুন কবীর খান জীবনের ঝুঁকি নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন। তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি কেবল একজন নেতাই নন, বরং দুর্দিনের আশ্রয়স্থল হিসেবে পরিচিত।
স্থানীয় বিএনপি কর্মীদের ভাষ্য অনুযায়ী, হুমায়ুন কবীর খানের নেতৃত্বেই সেই সময়ে হরতাল, মিছিলসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালিত হতো। দলের দুঃসময়ে যে নেতা কর্মীদের পাশে সবসময় থেকেছেন, তিনিই আজকের হুমায়ুন কবীর খান। কালিয়াকৈর বিএনপির অনেক ইউনিটের নেতৃত্ব তৃতীয় শ্রেণির কর্মীরাও পেয়েছেন তার হাত ধরেই। ওয়ান ইলেভেন পরবর্তী কঠিন সময়ে কালিয়াকৈরের বিএনপি নেতাকর্মীরা তার নেতৃত্বেই ঐক্যবদ্ধ থেকেছেন। ঢাকা ও গাজীপুরের বিভিন্ন বিভাগীয় সমাবেশে তিনি বিশাল কর্মী বাহিনী ও সমর্থকদের নিয়ে অংশগ্রহণ করতেন।
গাজীপুর-১ আসনে রাজনৈতিক মামলার নিরিখেও হুমায়ুন কবীর খান অগ্রণী অবস্থানে। প্রায় অর্ধশতাধিক রাজনৈতিক মামলা মাথায় নিয়েও তিনি কর্মীদের সাহস জুগিয়ে যাচ্ছেন, তাদের মাথার ওপর ছায়া হয়ে আছেন। এই আসনের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী অন্য অনেক নেতার আগমনও হুমায়ুন কবীর খানের হাত ধরেই হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করে।
বিএনপির কঠিন সময়ে যখন অনেকেই নিষ্ক্রিয় ছিলেন, তখন হুমায়ুন কবীর খান রাজপথে থেকে কর্মীদের সাহস জুগিয়েছেন। স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, তথাকথিত প্যানেল বা উপজেলা/পৌরসভার বিভাজন ভুলে গিয়ে সঠিক নেতৃত্বের ছায়াতলে আসা এবং হুমায়ুন কবীর খানের দিকনির্দেশনা মেনে চলাই এখন সময়ের দাবি। দুষ্কৃতিকারীদের প্রভাব থেকে বেরিয়ে এসে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে হুমায়ুন কবীর খানের নেতৃত্বে যেকোনো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্র ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন তারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের জনগণ এমন একজন যোগ্য ও পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্বকেই তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়।
হুমায়ুন কবীর খানের দীর্ঘ ও সংগ্রামী রাজনৈতিক জীবন নিম্নরূপ:
* কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠালগ্নের সদস্য -(১৯৭৯-১৯৮১ সাল)
* সাধারণ সম্পাদক ছাত্রদল কলেজ শাখা-(১৯৮১-১৯৮৩ সাল)
* সভাপতি ছাত্রদল কলেজ শাখা- (১৯৮৩-১৯৮৫ সাল)
* সাধারণ সম্পাদক কালিয়াকৈর উপজেলা ছাত্রদল-(১৯৮৫-১৯৮৭ সাল)
* সভাপতি কালিয়াকৈর উপজেলা ছাত্রদল-(১৯৮৭-১৯৮৯ সাল)
* ভি,পি, কালিয়াকৈর ডিগ্রী কলেজ-(১৯৮৯-১৯৯০ সাল)
* সভাপতি উপজেলা যুবদল-(১৯৯১-১৯৯৩ সাল)
* সাংগঠনিক সম্পাদক উপজেলা বি,এন,পি-(১৯৯৩-১৯৯৬ সাল)
* সাধারণ সম্পাদক পৌর বি,এন,পি-(১৯৯৬-২০০২ সাল)
* সভাপতি পৌর বি,এন,পি- (২০০২-২০২২ সাল)
* সহসভাপতি গাজীপুর জেলা বি,এন,পি-(২০১১-২০২২ সাল)
* কেন্দ্রীয় বি,এন,পি -এর নির্বাহী কমিটির সদস্য -(২০০৯- ২০১৭)
* শ্রম বিষয়ক সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটি-(২০১৭- বর্তমান)
* সাধারণ সম্পাদক গাজীপুর শ্রমিক ইউনিয়ন -(১৯৯২-বর্তমান)
* সাধারণ সম্পাদক ঢাকা বিভাগীয় আঞ্চলিক কমিটি -(২০০০- বর্তমান)
* শ্রম বিষয়ক সম্পাদক পরিবহন শ্রমিক ফেডারেশন (১৯৯৪-২০০২)
* কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পরিবহন শ্রমিক ফেডারেশন(২০০২ সাল-২০২২ সাল)
* কেন্দ্রীয় সিঃ যুগ্ম সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (২০২২-২০২৪ ইং)
* সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (২০২৪- বর্তমান)
* উপদেষ্টা হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু চড়াই-উতরাই পেরোনো এই নেতা গাজীপুর-১ আসনে বিএনপির নেতাকর্মীদের কাছে এক আস্থার প্রতীক। এখন দেখার বিষয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে মূল্যায়ন করে কিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি