মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টি -এনসিপি’র আয়োজনে ইফতার
ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯ শে মার্চ শনিবার কুষ্টিয়ায় ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, ছাত্র-জনতা,শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট,
খওলামায়ে কেরাম, সাংবাদিক ও জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্বজন এবং বিভিন্ন শ্রেণীর নাগরিকদের সম্মানে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নাগরিক কমিটির প্রধান প্রতিনিধি মোঃ জান্নাতুল ফেরদাউস টনি।
উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি রাসেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা, দক্ষিণ অঞ্চলের সংগঠক নয়ন আহমেদ। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ না ঘটলে আবারও এমন রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থান বারবার ফিরে আসবে।খালি হবে হাজারো মায়ের বুক। এটা কোনভাবেই হতে দেওয়া যাবে না। সভাপতির বক্তব্যে মোঃ জান্নাতুল ফেরদাউস টনি বলেন, কুষ্টিয়া জেলাকে আমরা জাতীয় নাগরিক পার্টির ঘাঁটি হিসেবে তৈরি করব। আগামীর বাংলাদেশ হবে সৌহার্দ্য, সম্প্রীতি আর ন্যায় বিচারের বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা প্রতিনিধি শোভন আহমেদ, কুমারখালী উপজেলার প্রতিনিধি কেএমআর শাহীন, আলমাস হাসান মামুন, খোকসা প্রতিনিধি প্রফেসর সাজ্জাদ হোসেন, হেলাল উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান বিপুল,মিরপুর উপজেলা
প্রতিনিধি বুলবুল আহমেদ, একরামুল হক। আহতদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আবু তাছের।জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ইয়ামিনের বাবা শেখ মহিউদ্দিন,শহীদ জুবায়ের বাবা কামাল উদ্দিন ও ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনে ছাত্রলীগের হাতে নিঃসংসভাবে নিহত শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।
অনুষ্ঠানে কুষ্টিয়ার সকল উপজেলা থেকেধ জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply