তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:-
দিনাজপুর জেলার সদর ট্রাফিকে কর্মরত টিএসআই মোঃ আব্দুল করিম, পিতা-মৃত আব্দুল গফুর, গ্রাম-বোতলাগাড়ী, ডাক-শ্বাষকান্দর, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী। টিএসআই মোঃ আব্দুল করিম কে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর/২০২৫ উপলক্ষে বীরগঞ্জ ও কাহারোল থানাধীন দশ মাইল এলাকায় ডিউটিতে নিয়োজিত করা হয়। তিনি ডিউটিরত (কর্তব্যরত) অবস্থায় সরকারি মোটরসাইকেল যোগে বীরগঞ্জ থানা হতে দশ মাইল যাওয়ার পথে পঞ্চগড় টু ঢাকা মহাসড়কের কাহারোল থানাধীন এগারো মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা SHAMIM নামক বাসগাড়ী যার নম্বর-ঠাকুরগাঁও-জ ০৫-০০০৪ এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২৭/০৩/২০২৫ খ্রি.সন্ধ্যা ৫.৫০ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ রাত ১১ টা এর সময় পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
তিনি গত ১৪/০৬/১৯৯১ খ্রি. বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে প্রায় ৩৪ (চৌত্রিশ) বছর সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দিনাজপুর জেলা পুলিশের সকল সদস্য গভীরভাবে শোকাহত। দিনাজপুর জেলা পুলিশের পক্ষ হতে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
Leave a Reply