কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
কালিয়াকৈর উপজেলার বলিয়াদী বকসি পরিবারের কৃতি সন্তান এবং গাজীপুর জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ এজাজ আহমেদ বকসি মুন্না (আনুমানিক ৫০) রবিবার বিকেল ৫টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে ব্রেইন স্ট্রোক করলে তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে তার মৃত্যু হয়।এজাজ আহমেদ বকসি মুন্নার মৃত্যুতে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।মরহুম এজাজ আহমেদ বকসি মুন্না এলাকায় একজন সমাজসেবক ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শূন্যতা তৈরি হয়েছে।
Leave a Reply