মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
সুসময়ে অতিথি পাখি তো অনেক পাওয়া যায়।দুঃসময়ে রাজপথে লৌহ মানবরাই অবশিষ্ট থাকে।
ঘাত- প্রতিঘাত, হামলা- মামলা, জেল- জুলুম, পরবাসী – ফেরারী,নির্যাতন- নিষ্পেষণ কোন অংশে কম হয়নি রাব্বি ভাই তার পরিবার ও তার কর্মীদের উপরে। দলের দীর্ঘ দুঃসময়ে শক্ত হাতে কর্মীদের পাশে থেকে দুঃশাসন ও ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে গেছেন প্রথম সারিতে।
যেই মানুষটি এক সেকেন্ডের জন্য জুলুমবাজদের সাথে আঁতাত করেন নাই, যেই মানুষটি আজ পর্যন্ত কোন সিনিয়র নেতৃবৃন্দ কে নিয়ে কটু কথা বলেন নাই, যেই মানুষটি আজ-অব্দি দলের প্রয়োজনে সব সময় নিজের সর্বোচ্চ সঁপে দিয়েছেন, যেই মানুষটি নিঃস্বার্থে দীর্ঘ সতের বছর জালিমদের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করে গেছেন, যেই মানুষটি কর্মীদের বুকের মধ্যে আগলে রেখেছেন, যেই মানুষটি অসহায় হতাশাগ্রস্ত ও বিপদগ্রস্ত কর্মীদের সব সময় খোঁজ খবর নিয়েছেন সহযোগিতা করেছেন, যেই মানুষটি ভেড়ামারাতে বাংলাদেশ জাতীয়তাবাদী পতাকাকে উড্ডীন রেখেছেন জ্বি হ্যাঁ সেই মানুষটি হলেন আমাদের ভেড়ামারা পৌর যুবদলের যুগ্ম -আহবায়ক, তৃনমূল নেতা ও কর্মীদের হৃৎস্পন্দন, আমাদের আশার বাতিঘর জননেতা জনাব রাব্বি শেখ।
মানুষটি দল, দলের কর্মী ও নেতৃবৃন্দকে তো অনেক দিলেন এবার দল ও আমাদের পালা তাকে সম্মানিত করার।
আমরা তৃনমুল পর্যায়ের নির্যাতিত, ত্যাগী ও দল পাগল মানুষ গুলো দৃঢ়ভাবে আশাবাদী ও প্রতিজ্ঞাবদ্ধ আগামী পৌর নির্বাচনে রাব্বি শেখ ভাইকে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বানাবো।
ইনশাআল্লাহ।
Leave a Reply