মো: লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
ভেড়ামারা উপজেলা বি,এন,পির রাজনীতির রাজধানীর নাম নওদাপাড়া।সেই নওদাপাড়ার অবিস্মরণীয় বিপ্লবের প্রতীক, প্রতিরোধের নাম: মোঃ মমিন শেখ।
যখন দেশ ছিল অন্ধকারে, গণতন্ত্র ছিল অশৃঙ্খলে, তখনও যিনি পিছু হটেননি— তিনি আমাদের যুবদলের মমিন শেখ।
যখন বিএনপি’র নেতা-কর্মীরা রাস্তায় নামতে ভয় পেত, তখন নওদাপাড়া তাঁর আন্দোলনের ময়দান।
আওয়ামী শাসনকালে যিনি বারবার নির্যাতনের শিকার হয়েছেন, জেল-জুলুম সয়ে গেছেন, তবুও আপোষ করেননি—কারণ তিনি বিশ্বাস করেন, *”গণতন্ত্র একদিন ফিরবেই!”*
এবার, নতুন দিনের আশায়— ভেড়ামারা উপজেলা যুবদলের কমিটিতে মমিন শেখ কে গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই।
*সময় এসেছে অন্যায়ের শিকল ভাঙার, সময় এসেছে ভেড়ামারা উপজেলা যুবদলকে শক্ত করার!*
সময় এসেছে আতায়াতের রাজনীতি ধ্বংস করার।
সময় এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া সোনার বাংলা গড়ার।
Leave a Reply