তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:-
দিনাজপুর কোতয়ালী থানায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনায় কোতয়ালী থানা পুলিশ তাদের অভিযান তৎপরতা বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়ের দিক-নির্দেশনায় গত ১৯/০৪/২০২৫ ইং তারিখে ইজিবাইক চালককে মারধর ও বেধে রেখে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগের প্রেক্ষিতে কোতয়ালী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন অভিযান চালিয়ে ইজিবাইকের ০৪ (চার) টি ব্যাটারী উদ্ধার করে এবং ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ০৩ (তিন) জনকে গ্রেফতার করা হয়। দিনাজপুর কোতয়ালী থানায় গ্রেফতারকৃত আসামি
১.মো: মিলন(৩৩), পিতা-মো: মনসুর আলী, ২.মো: সুজন ইসলাম(২৫), পিতা-মৃত আব্দুল মজিদ, ৩.মো: মনোয়ার হোসেন(২৪), পিতা-মো: আব্দুস সাত্তার, সর্ব গ্রাম-কসবা (খোয়াড়ের মোড়), থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
Leave a Reply