ভালুকা উপজেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভালুকা উপজেলার অটো টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, মোটরযান কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও ভালুকা উপজেলার শ্রমিকদল নেতা মোঃ হানিফ মিয়া সর্বস্তরের জনসাধারণকে অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বানীতে মোঃ হানিফ মিয়া বলেন, ঈদ নিয়ে আসুক সকলের জীবনে শান্তি ও সম্প্রতি ও সৌহার্দ্যের মহিমায় সমৃদ্ধি হোক পবিত্র ঈদুল ফিতর।
মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উজ্জীবিত করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।
তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ হানাহানি,জোর জুলুমবাজ থেকে মুক্তি হয়ে ন্যায়, সাম্য ঐক্য, ভ্রাতৃত্ব দয়া সহানুভূতি, মানবতাও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ন সমাজ। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাই সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দের সাথে এই উৎসব উদযাপন করতে পারে।
Leave a Reply