কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ইসলামী ছাত্রশিবির ও তৌহিদী জনতার উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সফিপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজের পর শত শত মানুষ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। মিছিলে বিভিন্ন ব্যানার ও পোস্টার দেখা যায় এবং অংশগ্রহণকারীরা ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা দেন।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের উপর বোমা হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল শেষে ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা প্রচার সম্পাদক ওসামা বিন হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ডা. মুজাহিদুল ইসলাম এবং গাজীপুর জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সভাপতি ইয়াছিন আরাফাত।
তিনি তার বক্তব্যে ইসরায়েলকে একটি সন্ত্রাসী বাহিনী হিসেবে উল্লেখ করেন এবং বলেন যে ইসরায়েল ফিলিস্তিনের ভূমি দখল করে সেখানে বসতি স্থাপন করেছে, जबकि প্রকৃতপক্ষে সেই ভূমির মালিক ফিলিস্তিনিরাই। তিনি বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার এবং পাসপোর্টে পূর্বে বাদ দেওয়া ‘এক্সেপ্ট ইসরাইল’ শব্দটি পুনরায় যুক্ত করার আহ্বান জানান।
বিশ্বের নেতাদের প্রতি অবিলম্বে ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বানও জানান তিনি।
এছাড়াও উক্ত বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply