স্টাফ রিপোর্টার, মোঃ দেলোয়ার হোসেন
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন প্রথম প্রহরে উপজেলা কমপ্লেক্সে ধনবাড়ী থানা পুলিশ একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করে। এসময় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, ধনবাড়ী উপজেলা পরিষদ এর বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) উপস্থিত ছিলেন । সূর্যোদয় এর সাথে সাথেই ধনবাড়ী উপজেলা কমপ্লেক্সের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় । এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয় । সকাল নয়টায় ধনবাড়ী নওয়াব ইনিস্টিটিউশন মাঠে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এবং ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ । এসময় কুচকাওয়াজ ও প্যারেড এ অংশ গ্রহণ করে ধনবাড়ী থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, গার্লস স্কাউট, স্কাউট ও ধনবাড়ীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা । ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ ধনবাড়ী উপজেলাবাসীর উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন । বেলা এগারোটার দিকে ধনবাড়ী উপজেলা অডিটোরিয়ামে ধনবাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ। এদিকে ধনবাড়ী উপজেলা মডেল মসজিদে বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে এগারোটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পবিত্র কুরআন খতম ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা কর্তৃক আয়োজিত মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে খতমে কোরআন,স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ । ধনবাড়ী উপজেলার এফএস মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ এর সভাপতিত্বে কুরআান খতম ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান , প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন । আলোচনা সভায় মুক্তিযুদ্ধে ২৬ শে মার্চ এর তাৎপর্য তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ । আলোচনা শেষে মোনাজাত করা হয় ।
Leave a Reply