স্টাফ রিপোর্টার , মোঃ দেলোয়ার হোসেন:-
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর (১৪৪৬) উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার (২৫মার্চ) সকাল এগারোটায় অনুষ্ঠিত হয়েছে । ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা পরিষদের বিভিন্ন অফিসে কর্মরত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ বলেন , ‘ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধনবাড়ী থানা পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে । চুরি ছিনতাই সহ সকল রকমের অপরাধ দমনে আমি নিজে সঙ্গীয় ফোর্স নিয়ে গভীর রাত পর্যন্ত ধনবাড়ী বাসস্ট্যান্ড, বাজার, মার্কেট সহ ধনবাড়ীর গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে অবস্থান করি ‘ । ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান বলেন, ‘ ধনবাড়ী বাসস্ট্যান্ড, মেইনরোড এবং কেন্দুয়া রোডের ফুটপাত দখলমুক্ত করতে হবে । বাসস্ট্যান্ডের বাঁশের বেড়ার মাঝখানে আরেকটি বাঁশ বেঁধে দিতে হবে অবৈধ ভাবে রাস্তা পারাপার ঠেকানোর জন্য । বাসস্ট্যান্ড এবং মার্কেট এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করতে হবে ‘। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ সকলের পরামর্শ পুঙ্খানুপুঙ্খভাবে শুনেন এবং আশু সমাধানের আশ্বাস দেন ।
Leave a Reply