তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২২ মার্চ শনিবার বিকেলে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কালিয়াকৈর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার-উজ-জামান, পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোঃ মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহিম
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোকলেছুর রহমান,জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ হযরত আলী মিলন, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, ভিপি শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক মো: জয়নাল আবেদীন, সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ইফতারের আগে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা দলের ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন। তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
Leave a Reply