তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:-
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় রাহুল ইসলাম (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শনিবার (২২ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় রবি রায় (১৮) নামে আরেকজন আহত হন।
রাহুল বীরগঞ্জ পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের মো. হাসেম আলীর ছেলে।
রবি নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের নির্মল রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবি মোটরসাইকেলে করে তার বন্ধু রাহুলকে নিয়ে বীরগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাহুলের মৃত্যু হয়।
তারা আরো জানায়, আহত রবিকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রায়হান সরকার জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply