গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে শিক্ষকদের নামে মিথ্যা মামলা ও হয়রানি প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি।(২০ মার্চ)বৃহস্পতিবার বিকাল ৩ টায় শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা অবদা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনের সভাপতিত্ব করেন,শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান সজল।মানববন্ধনে শিক্ষকরা বক্তব্যে বলেন,শিক্ষকদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলাও অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান।কোন শিক্ষককে হয়রানি করার আগে নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।এসএসসি পরিক্ষাকে সামনে রেখে কোন শিক্ষককে যেন হয়রানি না করা হয়।শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ সুরক্ষিত রাখতে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তুলে ধরেন এবং কুচক্রী মহল কে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানান ও শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা অতি দ্রুত প্রত্যাহারের দাবি জানান শিক্ষকরা।এইসব মিথ্যা মামলার বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেন,উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ।
Leave a Reply