ভালুকা প্রতিনিধি:-<>
আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরায় ভালুকা সমিতির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন উত্তরায় ভালুকা সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক কার্যনির্বাহী সদস্য ও সভাপতি লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল উত্তরা নর্থ ৩১৫/বি২ মোঃ নিজাম উদ্দিন । উত্তরায় ভালুকা সমিতির সকল ভোটারের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।
সভাপতি প্রার্থী মোঃ নিজাম উদ্দিন জানান, উত্তরায় ভালুকা সমিতির কার্যক্রম গতিশীল করতে উত্তরায় ভালুকা সমিতির সদস্যগণকে নিয়ে সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করে যাবেন। তিনি আরও জানান, উত্তরায় ভালুকা সমিতিকে একটি আধুনিক স্মার্ট সংগঠন হিসেবে গড়ে তুলতে সবার ভোট প্রত্যাশা করেন।
Leave a Reply