তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি :-<>
দিনাজপুরের বীরগঞ্জে মকবুল হোটেল এন্ড রেস্টুরেন্ট এ বাংলাদেশ জামায়াতে ইসলামী মিডিয়া ও প্রচার বিভাগ বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর ক্বারী আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াত সম্ভাব্য মনোনীত এমপি প্রার্থী মতিউর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান ও সুরা কর্ম পরিষদের সদস্য একেএম কাউসার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাধারণ সম্পাদক রাশেদুল নবী বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মিডিয়া ও প্রচার বিভাগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সহকারি সেক্রেটারি রেজাউল ইসলাম রিজু সহ আরো অনেকে।
এসময় উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য মাহাবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম লালু, বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ আলী, বীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি নাজুমল ইসলাম মিলন, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজেুদুর রহমান।
Leave a Reply