খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার(১৭ এপ্রিল)বিকালে মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজ এর শিক্ষক মিলনায়তনে সকল শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে খিদিরপুর ডিগ্রি কলেজ এর শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের প্রভাষক,আরেফা সুলতানা।
পুরুষ সদস্য পদে ১ম স্থান অধিকার করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শামসুল আলম এবং ২য় স্থান অধিকার করেন মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মো.আইনুল হক।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন,খিদিরপুর ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.নাজিম উদ্দিন ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খিদিরপুর ডিগ্রি কলেজ এর গভর্নিং বডি,র বিদ্যুৎসাহী সদস্য মো.আশিকুর রহমান মানিক।সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করায় সকল শিক্ষকমন্ডলী প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply