কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়েছে।গত মাসে ইসরায়েলের তীব্র বিমান ও স্থল হামলার মধ্য দিয়ে গাজায় ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্থিনি নিহত হয়েছেন। নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন লাখো ফিলিস্তিনি। ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছন বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নে হাজারো বিক্ষোভকারীরা।
গতকাল মঙ্গলবার হাজারো বিক্ষোভকারীরা ফুলবাড়ীয়া ইউনিয়নের প্রত্যকটি গ্রাম থেকে এসে আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জমায়াত হয়ে ফুলবাড়ীয়া বাজার প্রদর্শন করেন। উক্ত বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া উত্তরপাড়া পুরাতন সামাজিক জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ জুয়েল সরকার। বক্তব্য রাখেন হাবেজ উদ্দিন সরকার কলেজ এর অধ্যক্ষ, আব্দুর রাজ্জাক, ফুলবাড়ীয়া হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ আবু নাছির সরকার ,ফুলবাড়ীয়া মারকাযুল কুবরা মাদ্রাসার পরিচালক মোঃ নোয়াব আলী,গোসাইবাড়ী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মাও: ফজলুর রহমান, ফুলবাড়ীয়া ইউনিয়ন ওলামা পরিষদ এর সভাপতি মাওলানা শাহজালাল, সাধারণ সম্পাদক, গিয়াস উদ্দিন ফয়জী, মোঃআব্দুল আজিজুল ইসলাম (আজিজ), কালিয়াকৈর উপজেলা উলামা দলের আহ্ববায়ক মোঃ শাহাব উদ্দিন,উপস্থিতি ছিলেন বাসাকৈর এবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মোঃ আইয়ুব আজাদ, মোথাপাড়া হাফি: কওমী মাদ্রাসা ও এতিম খানার সভাপতি মোঃ সাব্বির আহম্মেদ কছিম, আক্কেল আলী উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক, মোঃ আতোয়ার রহমান, ফুলবাড়ীয়া স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ফয়জুল রহমান সহ- সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ, এলাকারগণমাণ্য ব্যক্তিবর্গ সহ সকল স্তরের মুসল্লি বৃন্দ।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধের সূত্রপাত হয়। এ যুদ্ধে ৫০ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্থিনি নিহত হয়েছেন। ১লাখ ১৫ হাজার জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে একই রকম বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ থেকে ফিলিস্থিনিদের প্রতি সংহতি ও ইসরায়েলের প্রতি নিন্দা জানানো হয়েছে।
উক্ত বিক্ষোভকারীরা ইসরায়েলের সকল দ্রব্য ও পন্য বর্জন এর জন্য সকল মুসলিম উম্মাকে আহব্বান করেছেন।
বিক্ষোভ মিছিল এর পর ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply