স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ হিউম্যান রাইটসের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল এন এ রফিকুল হোসেন (পিএসডি)অব নির্দেশ কর্মে অবগতি করা যাচ্ছে। কিশোরগঞ্জে বাংলাদেশ হিউম্যান রাইটসের সেকেটারি জেনারেল ডি এ পারভেজ সাহেবের সাথে দুরব্যবহার সহ প্রতিষ্ঠানে বিভিন্ন স্থান ভুল তথ্য দিয়ে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে এবং গালাগালি করেন বাবুল চন্দ্র কে এই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয় ।
প্রতারক ও চিটার বাবুল চন্দ্র সহ তার সহযোগী দুইজন বহিষ্কার এবং ভুয়া উকিল পরিচয় দানকারী গোলাম মোস্তফা ও বাবুল চন্দ্র এই কমিটি বাতিল করা হয়। পরবর্তীতে জরুরী মিটিংয়ে মাধ্যমে পরবর্তী সময়ে একটি কমিটির আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
যে উক্ত বাবুল চন্দ্র কে ৭ সাত দিনের মধ্যে ঢাকা প্রধান নির্বাহী পরিচালক এর বরাবরই জবাব দেওয়ার জন্য আদেশ জারি করা হয়েছে। অন্যথায় কিশোর গঞ্জ বাংলাদেশ হিউম্যান রাইটসের অফিস বিলুপ্ত ঘসনা করা হবে। আদেশ কমে নিবাহী পরিচালক বাংলাদেশ হিউম্যানরাইটস ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বনানী সৈনিক ক্লাব এর পাশে বনানী ঢাকা।
Leave a Reply