এস.এম দুর্জয়:
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার নতুন বাজারে অবস্থিত সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।(৮ মার্চ)মঙ্গলবার সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমিতে সকাল ১০টার দিকে স্কুল চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এতে সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো:আবুল প্রধান।এসময় আরো উপস্থিত ছিলেন,সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকসহ স্থানীয় নেতৃবৃন্দ।শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।এ বছর সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমি থেকে ২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীরা তাদের প্রাণের প্রতিষ্ঠানে স্মৃতি হিসেবে একটি এলইডি টিভি উপহার দিয়েছেন।বিদায়ী অনুষ্ঠান শেষে ফিলিস্তিনের গাজায় মসুলমানদের উপর ইসরায়েলি হামলা, অমানবিক গণহত্যার প্রতিবাদ ও মসজিদুল আকসা পুনরুদ্ধারের দাবিতে সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।