এস.এম দুর্জয়:
ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইহুদিদের পরিকল্পিত বর্বরোচিত হামলা চালিয়ে নারী-শিশুসহ মুসলিম নিধন ও দখলদার ইসরায়েলি আগ্রাসন,ফিলিস্তিনের নিরীহ মসুলমানদেরকে নৃশংস হামলা,চলমান অমানবিক গণহত্যার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।(৮ মার্চ)মঙ্গলবার বেলা ১২ টার দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষার্থীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো:আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মিয়া'র সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন,উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক রফিকুল ইসলাম,সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আহমেদ মিলন,পৌর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো:শামীম আহমেদ,সরদার মোক্তার হোসেন,শওকত ওসমান সেলিম,এস এম আল আমিন,মামুন হাসান,আবু সাঈদ মিলন,কফিল উদ্দিন,ফজর আলীসহ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সকল সদস্য,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।এর আগে সকাল ১১টার দিকে শ্রীপুর পৌর এলাকার নতুন বাজার সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমি এবং গরগরিয়া মাস্টার বাড়ি আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের শিক্ষক শিক্ষার্থী ও আল-আমিন একাডেমির শিক্ষক শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ফিলিস্তিনের মসুলমানদের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।