ভালুকা উপজেলা প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বুধবার সকালে ভালুকায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপি নেতা মোঃ ফজলুল হক।
এ সময় ফজলুল হক বলেন, এই বিশেষ দিনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করি। ভবিষ্যতের বাংলাদেশে গণতন্ত্রবিরোধী, অন্যায়কারী ফ্যাসিস্ট কোনো অশুভ শক্তি যেন রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে, স্বাধীনতা দিবসে এটাই হোক আমাদের আজকের শপথ। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমাদের মধ্যে একটি সুবর্ণ সুযোগ এসেছে। আমরা যদি এই সুযোগটা কাজে লাগাতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক মুক্তি অর্জন করা সম্ভব হবে। এসময় ৯ নং ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।