স্টাফ রিপোর্টার, মোঃ দেলোয়ার হোসেন:-
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল মসজিদে বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে এগারোটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পবিত্র কুরআন খতম ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা কর্তৃক আয়োজিত মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে খতমে কোরআন,স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ । ধনবাড়ী উপজেলার এফএস মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ এর সভাপতিত্বে কুরআান খতম ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান । আলোচনা সভায় মুক্তিযুদ্ধে ২৬ শে মার্চ এর তাৎপর্য তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ । আলোচনা শেষে মোনাজাত করা হয় ।